• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১
ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বিবিএন নিউজ ডেস্ক: গ্রেটার ম্যানচেস্টারে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে মৃত্যু বরণ করেছে। তাকে টার্গেট কিলিং করা হয়েছে বলে ধারনা পুলিশের।

বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে সেলফোর্ড এর পেভারিল রোড়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায় কিশোরকে বুকে ছুরিকাঘাত করা হলে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী আরেক কিশোরকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। পাশাপাশি উক্ত এলাায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।